টিকাদান কর্মসূচী

সম্প্রসারিত টিকা দান কর্মসূচী এর আওতায় সকল শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় ২০০৫ সালের অক্টোবর মাসে টিকাদান কর্মসূচী চালু হয়। বর্তমানে অত্র হাসপাতালের ০ – ১৮ মাস বয়সী শিশুদের সরকারি টিকাসহ ১৫ বছরের কিশোরী ও গর্ভবতী মহিলাদের টিটি টিকা প্রদান করা হয়।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় টিকাদান সময়সূচী :

প্রতি শনিবার এবং বুধবার (সরকারি ছুটি ব্যতিত)

সময়: সকাল ১০.০০ ঘটিকা হতে দুপুর ১৩.০০ :ঘটিকা

স্থান : শিশু বিভাগ, সিপিএইচ, ঢাকা

এছাড়াও সরকার কর্তৃক ঘোষিত টিকার সকল ক্যাম্পেইন সিপিএইচ এ অনুষ্ঠিত হয়।

 

বি:দ্র:- কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলছে। 

 EPI Vaccination Schedule 3